লক্ষী পুজোয় উৎসবের চেহারা খালনা গ্রামে
নিজস্ব প্রতিনিধি, হাওড়া নিউজ ২৪, খালনা- প্রয়াত সংগীত শিল্পীদের শ্রদ্ধার্ঘ থেকে পক্ষী সংরক্ষন, করোনা যোদ্ধাদের স্মরণ থেকে অমরনাথের গুহা সবকিছুর দেখা মিলবে হাওড়া জেলার আমতা ২নং ব্লকের খালনা গ্রামে।এই গ্রামে পারিবারিক ও বারোয়ারি পুজো মিলিয়ে প্রায় শতাধিক পুজো আনুষ্ঠিত হওয়ায় খালনা গ্রাম এখন লোকমুখে লক্ষী গ্রাম হিসাবে পরিচিত।
দিন কয়েক আগেই দুর্গাপুজো উৎসবের সম্পাতি ঘটেছে। আর এরপরেই লক্ষী পুজোকে ঘিরে এখন রীতামত উৎসবের চেহারা খালনা গ্রামে। থিম আর সাবেকিয়ানায় তৈরী হওয়া মন্ডপ থেকে আলোকসজ্জা রীতিমত পাল্লা দেবে জেলার যে কোন পুজো মন্ডপকে।
খালনা গ্রামে যেকটি বরোয়ারি পুজো হয় তার মধ্যে অন্যতম ক্ষুদিরায়তলা কোহিনুর ক্লাব। এবারের এই পুজো কমিটির থিম সরগম। পুজো মন্ডপের একদিকে যেমন প্রয়াত সংগীত শিল্পী বাপ্পি লাহিড়ী, লতা মঙ্গেশকর, কেকে, সন্ধা মুখোপাধ্যায়কে স্মরণ করা হয়েছে অন্যদিকে বিভিন্ন বাদ্যযন্ত্র দিয়ে মন্ডপের চারিদিক সাজিয়ে তোলা হয়েছে।
খালনা কালিমাতা তরুন সংঘের এবারের থিম ভুতের রাজা দিল বর। মন্ডপে প্রবেশ করলে দর্শনার্থীরা বাঁশবাগানে ভূতের রাজার সঙ্গে সাক্ষাৎ করতে পারবেন। খালনা কৃষ্ণরায়তলা এবার তাদের মন্ডপে মন্ডপে বাবুই পাখির বাসা থেকে মাটির কলসিতে পাখির বাসার মধ্যে পাখির আশ্রয় স্থল দেখিয়ে পক্ষী সংরক্ষনের বার্তা দিয়েছে।
খালনা মিতালী সংঘ এবার খড় ও পাটকাঠি দিয়ে তাদের মন্ডপ সাজিয়ে তুলেছে। একতা সংঘ এবার তাস, দাবা, লুডোর আদলে তাদের মন্ডপ সাজিয়ে তুলেছে। খালনা আমরা সবাই এবার তাদের মন্ডপ করোনা হাসপাতাল হিসাবে তুলে ধরা হয়েছে। মন্ডপের ভিতরে করোনা সচেতনতার বার্তার পাশাপাশি মন্ডপের চারিদিকে করোনা যোদ্ধাদের স্মরণ করাও হয়েছে।
খালনা আমরা সকল এবার তাদের মন্ডপ অমরনাথ গুহার আদলে তৈরী করেছে। অন্যদিকে পুজো উপলক্ষ্যে সকাল থেকেই খালনা গ্রামে মানুষের ঢল নেমেছে। গ্রামের লক্ষী পুজো সুষ্ঠভাবে সম্পন্ন করার লক্ষ্যে সকাল থেকেই পুলিসের পদস্থ আধিকারিকরা বিভিন্ন পুজো মন্ডপ পরিদর্শন করার পাশাপাশি কমিটির সদস্যদের সঙ্গে কথা বলেন। প্রশাসন সূত্রে খবর লক্ষীপুজো উপলক্ষ্যে বিকেলের পর থেকেই খালনা গ্রামে যান চলাচল নিয়ন্ত্রন করা হবে।