উলুবেড়িয়ায় কার্নিভাল, উন্মাদনায় ভাসল শহর

Spread the love

নিজস্ব প্রতিনিধি, হাওড়া নিউজ ২৪, উলুবেড়িয়া- প্রতীক্ষার অবসান। শুক্রবার বিকেলে কার্নিভালে মাতল উলুবেড়িয়াবাসী। এদিন বিকালে উলুবেড়িয়া পুরসভার সামনে থেকে উলুবেড়িয়া কালীবাড়ি পর্যন্ত চলে এই কার্নিভাল। হাওড়া গ্রামীণ জেলা প্রশাসন ও উলুবেড়িয়া পুরসভার উদ্যোগে আয়োজিত এই কার্নিভালে উলুবেড়িয়া পুরসভার ১৮টি পুজো কমিটি অংশ নেয়। ছৌ নাচ, ধুনচী নাচ, মহিলা ঢাক, সাঁওতালি নাচ সহযোগে বিভিন্ন পুজো কমিটির সদস্যরা উলুবেড়িয়া শহরের রাস্তা পরিক্রমা করে।

এদিনের এই কার্নিভালে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাজ্যের পূর্ত মন্ত্রী পুলক রায়, সাংসদ সাজদা আহমেদ, হাওড়া জেলা পরিষদের সহকারী সভাধিপতি অজয় ভট্টাচার্য্য, বিধায়ক ডাঃ নির্মল মাজি, বিধায়ক সুকান্ত পাল, বিধায়ক বিদেশ বসু, হাওড়া গ্রামীণ জেলা পুলিশ সুপার স্বাথী ভাঙ্গালিয়া, উলুবেড়িয়ার মহকুমাশাসক শমীক কুমার ঘোষ, উলুবেড়িয়া পুরসভার চেয়ারম্যান অভয় দাস, ভাইস চেয়ারম্যান ইনামুর রহমান সহ অন্যান্যরা।

এদিকে শহরে কার্নিভাল উপলক্ষ্যে শুক্রবার বিকেল থেকে শহরে যান চলাচল নিয়ন্ত্রন করা হয়। পাশাপাশি প্রচুর পুলিশ মোতায়েন করা হয়। কার্নিভালের শেষে পুজো কমিটি উলুবেড়িয়ায় হুগলী নদীর দুটি নির্দিষ্ট ঘাটে প্রতিমা নিরঞ্জন করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *