কাল কার্নিভাল, প্রস্তুত উলুবেড়িয়া
নিজস্ব প্রতিনিধি, হাওড়া নিউজ ২৪, উলুবেড়িয়া- বাংলার দুর্গা পুজোকে হেরিটেজ স্বীকৃতি দিয়েছে ইউনেস্কো। ইউনেস্কোর এই স্বীকৃতিকে সম্মান জানাতে এবার কলকাতার পাশাপাশি হাওড়া জেলাতেও দুর্গা পুজোর কার্নিভালের আয়োজন করা হয়েছে। শুক্রবার হাওড়া সদরের পাশাপাশি হাওড়া গ্রামীণ জেলার উলুবেড়িয়াতেও এই কার্নিভালের আয়োজন করা হয়েছে। হাওড়া গ্রামীণ জেলা প্রশাসন ও উলুবেড়িয়া পুরসভার যৌথ উদ্যোগে আয়োজিত এই কার্নিভালে উলুবেড়িয়া পুরসভার ১৮টি পুজো কমিটি অংশ নেবে।
উলুবেড়িয়া পুরসভা সূত্রে খবর শুক্রবার বিকেলে উলুবেড়িয়া পুরসভার সামনে থেকে কার্নিভাল শুরু হয়ে উলুবেড়িয়া কালীবাড়ি পর্যন্ত যাবে। মাঝে উলুবেড়িয়া মহকুমা শাসকের দপ্তরের সামনে প্রতিটি পুজো কমিটি তাদের সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করবে। এই কার্নিভালে রাজ্যের পূর্ত মন্ত্রী পুলক রায় ছাড়াও বিধায়ক, মহকুমাশাসক, পুরসভার চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান সহ প্রশাসনের আধিকারিকরা উপস্থিত থাকবেন। প্রশাসন সূত্রে খবর কার্নিভালের পাশাপাশি প্রতিমা নিরঞ্জেনের জন্য গঙ্গার ঘাটগুলি পরিস্কার করার পাশাপাশি পর্যাপ্ত আলোর ব্যবস্থা করা হয়েছে। প্রশাসন সূত্রে খবর শুক্রবার কার্নিভাল উপলক্ষ্যে শহরে যান চলাচল নিয়ন্ত্রন করা হবে।
অন্যদিকে শুক্রবার কার্নিভালের প্রস্ততি খতিয়ে দেখতে বৃহস্পতিবার শহর ঘুরে দেখেন হাওড়া গ্রামীণ জেলা পুলিশ সুপার স্বাথী ভাঙ্গালিয়া, উলুবেড়িয়ার মহকুমা শাসক শমীক কুমার ঘোষ, উলুবেড়িয়া পুরসভার চেয়ারম্যান অভয় দাস, ভাইস চেয়ারম্যান ইনামুর রহমান সহ অন্যনরা। এদিন প্রশাসনিক আধিকারিকরা শহরের রাস্তা ঘুরে দেখার পাশাপাশি উলুবেড়িয়া পুরাতন হাসপাতাল মাঠ এবং উলুবেড়িয়া কালীবাড়ি ঘাট পরিদর্শন করেন।