পুরুলিয়ার সাবিত্রী মাহাতোকে কুমারী রূপে পুজো করল উলুবেড়িয়া নোনা অ্যাথালেটিক ক্লাব
নিজস্ব প্রতিনিধি, হাওড়া নিউজ ২৪, উলুবেড়িয়া – নবমী, শারোদৎসবের এই বিশেষ দিনে মন্ডপে মন্ডপে চলে কুমারী পুজো। তবে উলুবেড়িয়ার নোনা অ্যাথালেটিক ক্লাবের পুজো মন্ডপের কুমারী পুজোর একটা বিশেষত্ব ছিল। চিরাচরিত রীতির বাইরে গিয়ে মহিলা পরিচালিত এই পুজো কমিটি এবার পুরুলিয়ার প্রতন্ত গ্রামের শিশু কন্যা সাবিত্রী মাহাতোকে কুমারী হিসাবে পুজো করল। উলুবেড়িয়ার জগৎপুর ডেফ এন্ড ব্লাইন্ড স্কুলের দ্বিতীয় শ্রেণীর ছাত্রী মূক ও বধির সাবিত্রীকে কুমারী পূজো করেন পুজো কমিটির সম্পাদিকা চুমকি ঘোষ। আনন্দ ভবন ডেফ এন্ড ব্লাইন্ড স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অজয় দাস জানান স্কুলে পুজোর ছুটি পড়ে যাওয়ায় সাবিত্রী ছাড়া অন্য আবাসিকরা বাড়ি চলে গেছে। কুমারী পুজোর পর সাবিত্রীও তার মা বাবার সঙ্গে বাড়ি চলে যাবে। বিশেষ চাহিদা সম্পন্ন শিশু কন্যাকে কুমারী রূপে পুজোর এই উদ্যোগ সমাজে নতুন বার্তা দেবে বলে জানান অজয় দাস।
অন্যদিকে অব্রাম্ভন শিশু কন্যাকে কুমারী পূজো সম্পর্কে পুজো কমিটির সম্পাদিকা চুমকি ঘোষ জানান ব্রাম্ভন কন্যাকেই কুমারী রূপে পুজো করতে হবে এটা কোন নির্দিষ্ট নিয়ম নেই। সেই চিরাচরিত রীতিকে ভাঙতেই আমাদের এই উদ্যোগ। তিনি জানান সব শিশুর মধ্যে মা বিরাজমান। সেই কারণে আমরা আজ সাবিত্রী মাহাতোকে কুমারী রূপে পুজো করেছি। চুমকি ঘোষ জানান এছাড়াও বিশেষ চাহিদা সম্পন্ন শিশু কন্যারা আর পাঁচটা শিশু কন্যার মত স্বাভাবিক জীবন যাপন করতে পারেনা। সেক্ষেত্রে পুজো মন্ডপে এইসব শিশুদের নিয়ে এসে তাদের সঙ্গে আনন্দ ভাগ করে নিতে পারলে আমাদের মনে হয় পুজোটা পূর্ণতা পেল এবং মা ও খুশি হল।