এম সিল দিয়ে ১০ ইঞ্চির দুর্গা প্রতিমা তৈরি করলেন শ্যামপুরের অরিন্দম
নিজস্ব প্রতিনিধি, হাওড়া নিউজ ২৪, শ্যামপুর – কৈলাস থেকে বাপের বাড়িতে সপরিবারে আসছেন উমা। বাংলার ঘরে ঘরে এখন সাজো সাজো রব। উমাকে বরণ করতে প্রস্তুত শহর থেকে গ্রাম। আর এই আনন্দের মধ্যেই নিজের বাড়িতে ১০ ইঞ্চির দুর্গা প্রতিমা তৈরি করলেন শ্যামপুরের পিপুল্যান গ্রামের যুবক অরিন্দম সরকার। তবে এই প্রতিমা মাটির নয় আমরা বাড়িতে জলের পাইপ লাইন সারাতে যে এম সিল জাতীয় আঠা ব্যবহার করে থাকি সেই আঠা দিয়েই দুর্গা প্রতিমা তৈরি করেছেন পেশায় গৃহ শিক্ষক অরিন্দম সরকার।
অরিন্দম জানান দোকান থেকে এক কিলোগ্রাম এম সিল কিনে আনার পর দুর্গা প্রতিমা সহ অসুর এবং সিংহ তৈরি করেছি। পাশাপাশি প্রতিমার পিছনেও একটি চালচিত্র তৈরি করেছি। পরে ফেব্রিক রঙ দিয়ে প্রতিমা রঙ করেছি। তিনি জানান এরপর টিন কেটে দেবীর অস্ত্র তৈরি করেছি। অরিন্দম জানান দেবী দুর্গার সঙ্গে লক্ষী,স্বরস্বতী, গণেশ ও কার্তিক করার পরিকল্পনা থাকলেও সময়ের অভাবে সেটা করতে পারা যায়নি। তবে এইধরনের কাজ এই প্রথম নয় এর আগেও অনেক জিনিস তৈরি করার দাবি করেছেন অরিন্দম সরকার।