জগৎবল্লৎভপুরে ডাকাতি, ৩ দুস্কৃতী গ্রেপ্তার
নিজস্ব প্রতিনিধি, হাওড়া নিউজ ২৪, জগৎবল্লভপুর- বাড়ির শিশুর মাথায় আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে গৃহস্থের মাথা ফাটিয়ে সোনার অলঙ্কার সহ নগদ টাকা ডাকাতি করে পালালো ৪ জনের ডাকাতদল। শুক্রবার ভোররাতের এই ঘটনায় আতঙ্ক ছড়াল জগৎবল্লভপুরের বড়গাছিয়া সকাল বাজার এলাকায়। যদিও ইতিমধ্যে ডাকাতি করে পালানোর সময় হুগলীর চন্ডীতলা থেকে ডাকাতি ৩ দুস্কৃতীকে গ্রেপ্তার করেছে এবং ধৃতদের কাছ থেকে ডাকাতি হওয়া জিনিষপত্র উদ্ধার করেছে পুলিশ।
পুলিস ও স্থানীয় সূত্রে জানা গেছে শুক্রবার ভোররাত ৩টে নাগাদ মুখে গামছা বেঁধে ৪ জনের ডাকাত দল সকাল বাজার এলাকার বাসিন্দা পেশায় ব্যবসায়ী সুজিত কাড়ারের বাড়িতে হানা দেয়। ব্যবসায়ীর অভিযোগ দুস্কৃতীরা বারান্দার গ্রীলের গেটের তালা ভাঙে পরে ঘরের দরজা ভেঙে ভিতরে ঢোকে। তিনি জানান জানান দুস্কৃতীরা ঘরের ভিতরে ঢোকার পরেই আমার ও আমার স্ত্রীর মুখ চেপে ধরে। আমি চিৎকার করলে এক দুস্কৃতী লোহার রড দিয়ে মেরে আমার মাথায় ফাটিয়ে দেয়। আমার ছেলের মাথায় আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে আলমারির চাবি নিয়ে নেয়।
এরপর দুস্কৃতীরা আলমারি থেকে সোনার গয়না ও নগদ টাকা নিয়ে নেয়। সুজিত কাড়ার জানান প্রায় ১ ঘন্টা ঘরের জিনিসপত্র ঘাঁটাঘাটি করার পর ১০/১২ লক্ষ টাকার সোনার গয়না নিয়ে তারা পালিয়ে যায়। তার দাবি দুস্কৃতীরা বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার আগে দড়ি দিয়ে আমাদের তিনজনের হাত পা বেঁধে দেয় এবং চিৎকার না করার হুমকি দিয়ে যায়। সুজিত কাড়ার জানান দুস্কৃতীরা চলে যাওয়ার কিছুক্ষন পরে কোনরকমে হাত পায়ের বাঁধন খুলে চিৎকার করলে প্রতিবেশীরা ছুটে আসে এবং পুলিশে খবর দিলে জগৎবল্লভপুর থানার পুলিশ বাড়িতে এসে তদন্তে নামে। এদিকে ডাকাতির ঘটনার পর বিভিন্ন থানাকে সর্তক করে দেওয়া হয়। পরে হুগলীর চন্ডীতলা এলাকা থেকে ৩ দুস্কৃতীকে গ্রেপ্তার করে পুলিস।