জাতীয় সড়কে দুর্ঘটনা মৃত ৩

Spread the love

নিজস্ব প্রতিনিধি, হাওড়া নিউজ ২৪, পাঁচলা- গভীর রাতে গাড়ির ওভারলোডিং এর কাগজপত্র পরীক্ষা করার সময় লরির ধাক্কায় মৃত্যু হল এম ভি আধিকারিক, সিভিক ভলেন্টিয়ার সহ লরি চালকের। বুধবার রাতে দুর্ঘটনাটি ঘটেছে ১৬ নং জাতীয় সড়কে পাঁচলা থানার রানীহাটি মোড়ের কাছে। মৃত এম ভি আধিকারিকের নাম উজ্জল জানা (৪৭) বাড়ি পূর্ব বর্ধমানের বরসুলের আনন্দপল্লীতে। মৃত সিভিক ভলেন্টিয়ারের নাম অরিন্দম বিশ্বাস (৩১) বাড়ি উলুবেড়িয়া থানার  মহেশপুর গ্রাম পঞ্চায়েতের কৈজুড়িতে। মৃত লরি চালকের নাম আফসার আনসারি।

পুলিশ সূত্রে জানা গেছে জাতীয় সড়কে ওভারলোডিং আটকাতে বুধবার রাত ১টা নাগাদ ১৬ নং জাতীয় সড়কে রানীহাটি মোড়ের কাছে সিভিক ভলেন্টিয়ারদের সঙ্গে নিয়ে কলকাতামুখী লেনে গাড়ি পরীক্ষা করছিলেন এম ভি আধিকারিকরা। জানা গেছে একটি লরিকে দাঁড় করিয়ে কাগজপত্র পরীক্ষা করার সময় কলকাতা অভিমুখে দ্রুত গতিতে যাওয় একটি লরি নিয়ন্ত্রন হারিয়ে দাঁড়িয়ে থাকা লরির পিছনে ধাক্কা মারে। দুর্ঘটনায় এম ভি আধিকারিক ও সিভিক ভলেন্টিয়ার লরিতে পিষ্ঠ হয়। দূর্ঘটনায় লরি চালক ও মারাত্মক জখম হন। দুর্ঘটনার পর পুলিস আশঙ্কাজনক অবস্থায় আহতদের উদ্ধার করে প্রথমে গাববেড়িয়া স্টেট জেনারেল হাসপাতালে পরে তাদের অবস্থার অবনতি হওয়ায় তাদের হাওড়া জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎক তাদের মৃত বলে ঘোষণা করেন।

অন্যদিকে এদিন মৃত আধিকারিককে শ্রদ্ধা জানাতে হাওড়ার মোটর ভেইকিলস দপ্তরে আসেন পরিবহন মন্ত্রী স্নেহাশিষ চক্রবর্তী এবং সমবায় মন্ত্রী অরুপ রায়। এদিন পরিবহন মন্ত্রী স্নেহাশিষ চক্রবর্তী বলেন একজন সহকর্মীর মৃত্যু আমাদের কাছে অত্যন্ত বেদনাদায়ক ও দুঃখজনক ঘটনা। আমাদের দপ্তর এবং সরকার তার পরিবারের পাশে থাকবে। তিনি বলেন দূর্ঘটনা কমাতে আমাদের দপ্তর বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে এবং সেটাকে আরোও সুসংহত করার কাজ করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *