৭ অক্টোবর উলুবেড়িয়ায় দুর্গা পুজো কার্নিভাল
নিজস্ব প্রতিনিধি, হাওড়া নিউজ ২৪, উলুবেড়িয়া- ইউনেস্কোর হেরিটেজ তালিকায় স্থান পেয়েছে রাজ্যের দুর্গোৎসব। ইউনেস্কোর সেই স্বীকৃতিকে সম্মান জানাতে উলুবেড়িয়া পুরসভা বর্নাঢ্য শোভাযাত্রায় আয়োজন করা হয়েছিল। আর এবার ইউনেস্কোর এই স্বীকৃতিকে আরোও একবার সম্মান জানাতে এবার দুর্গা পুজো কার্নিভালের আয়োজন করছে উলুবেড়িয়া পুরসভা। উলুবেড়িয়া পুরসভা সূত্রে খবর আগামী ৭ অক্টোবর উলুবেড়িয়া পুরসভার ১৬টি পুজো কমিটিকে নিয়ে বিকালে এই কার্নিভাল হবে। এই কার্নিভালকে সুষ্ঠভাবে আয়োজন করার জন্য বুধবার উলুবেড়িয়া পুরসভায় এক উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হল। এদিনের এই বৈঠকে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উলুবেড়িয়ার মহকুমা শাসক শমীক কুমার ঘোষ, উলুবেড়িয়ার এসডিপিও রাখব এস, উলুবেড়িয়া পুরসভার চেয়ারম্যান অভয় দাস, ভাইস চেয়ারম্যান ইনামুর রহমান সহ বিভিন্ন দপ্তরের আধিকারিকরা এবং বিভিন্ন পুজো কমিটির সদস্যরা।
কার্নিভাল প্রসঙ্গে চেয়ারম্যান অভয় দাস ও ভাইস চেয়ারম্যান ইনামুর রহমান জানান আগামী ৭ অক্টোবর বিকাল ৪টে থেকে এই কার্নিভাল শুরু হবে। কার্নিভাল উলুবেড়িয়া পুরসভার সামনে থেকে শুরু হয়ে উলুবেড়িয়া মহকুমা শাসকের দপ্তরের সামনে শেষ হবে। পরে পুজো কমিটিগুলি গঙ্গার নির্দিষ্ট ঘাটে তাদের প্রতিমা নিরঞ্জন করবেন। চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান জানান কার্নিভালে অংশ নেওয়া পুজো কমিটিগুলিকে পুরসভার পক্ষ থেকে ২৫ হাজার টাকা করে অনুদান দেওয়া হবে। এছাড়াও কার্নিভালে অংশ নেওয়া পুজো কমিটিগুলি থেকে প্রথম দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারীকে বেছে নেওয়া হবে। কার্নিভালের দিন দুপুর থেকে উলুবেড়িয়া শহরে যান চলাচল নিয়ন্ত্রন করা হবেও বলে জানান পুরসভার চেয়ারম্যান অভয় দাস ও ভাইস চেয়ারম্যান ইনামুর রহমান। অন্যদিকে কার্নিভালে অংশ না নেওয়া পুজো কমিটিগুলি আগামী ৫ ও ৬ অক্টোবর তাদের প্রতিমা নিরঞ্জন করতে পারবে বলে জানান মহকুমা শাসক শমীক কুমার ঘোষ।