আমতায় সেতুর উদ্বোধন করলেন সেচ মন্ত্রী পার্থ ভৌমিক
নিজস্ব প্রতিনিধি,হাওড়া নিউজ ২৪, আমতা- অবশেষে দীর্ঘদিনের আশা পূরণ হল গ্রামবাসীদের। বুধবার আমতা ২নং ব্লকের কুশবেড়িয়া গ্রাম পঞ্চায়েতের বাঁকুড়া গ্রামে গাইঘাটা খালের উপর নব নির্মিত ঢালাই সেতুর উদ্বোধন হল। এদিন এই সেতুর উদ্বোধন করেন রাজ্যের সেচ ও জলপথ দপ্তরের মন্ত্রী পার্থ ভৌমিক। এদিনের এই উদ্বোধন অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাজ্যের সেচ ও জলপথ দপ্তরের প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিন, বাগনানের বিধায়ক অরুনাভ সেন, আমতার বিধায়ক সুকান্ত পাল সহ অন্যান্যরা।
সেচ দপ্তর সূত্রে খবর প্রায় ৩ কোটি ১৯ লক্ষ টাকা ব্যায়ে আমতা ২ নং ব্লকের কুশবেড়িয়া গ্রাম পঞ্চাযেত ও বাগনান ১ নং ব্লকের বাইনান গ্রাম পঞ্চায়েতের সংযোগকারি এই সেতু নির্মান করা হয়েছে। সূত্রের খবর ২০২০ সালের মার্চ মাসে ৩১.৫০ মিটার লম্বা এবং ৪.৮৫ মিটার চওড়া এই সেতুটির নির্মাণের কাজ শুরু হয়েছিল। সেচ দপ্তর সূত্রে খবর সেতুটি নির্মান হওয়ায় দুটি গ্রাম পঞ্চায়েতের প্রায় ৫ হাজার মানুষ উপকৃত হবেন। এদিন সেতুটির উদ্বোধন করে সেচ ও জলপথ দপ্তরের মন্ত্রী পার্থ ভৌমিক বলেন আমতার বিধায়ক সুকান্ত পালের প্রস্তাব এবং এলাকার মানুষের দীর্ঘদিনের আবেদন বাস্তবায়িত হল। শারোদৎসবের আগে এই এলাকার সমস্ত মানুষকে মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় উপহার দিলেন বলে জানান মন্ত্রী পার্থ ভৌমিক।