উলুবেড়িয়া রবীন্দ্র ভবনে দুর্গা পুজো নিয়ে বৈঠক
নিজস্ব প্রতিনিধি, হাওড়া নিউজ ২৪, উলুবেড়িয়া- নীল আকাশে ভেসে বেড়ানো সাদা পেঁজা তুলোর মত মেঘ জানান দিচ্ছে বাঙালীর শ্রেষ্ট উৎসব শরোদৎসব আসন্ন। আর শারোদৎসবকে সুষ্ঠভাবে সম্পন্ন করার লক্ষ্যে সোমবার বিকালে উলুবেড়িয়া রবীন্দ্র ভবনে হাওড়া গ্রামীণ জেলার ১১টি থানার পুজো কমিটিগুলিকে নিয়ে একটি প্রশাসনিক বৈঠক অনুষ্ঠিত হল। এদিনের এই বৈঠকে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাজ্যের পূর্ত মন্ত্রী পুলক রায়, সাংসদ সাজদা আহমেদ, হাওড়ার জেলাশাসক মুক্তা আর্য্য, হাওড়া জেলা পরিষদের সভাধিপতি কাবেরী দাস, সহকারী সভাধিপতি অজয় ভট্টাচার্য্য, হাওড়া গ্রামীন জেলা পুলিস সুপার স্বাথী ভাঙালিয়া, বিধায়ক সুকান্ত পাল, বিধায়ক ডাঃ নির্মল মাজি, উলুবেড়িয়ার মহকুমাশাসক শমীক কুমার ঘোষ, উলুবেড়িয়া পুরসভার চেয়ারম্যান অভয় দাস, ভাইস চেয়ারম্যান ইনামুর রহমান সহ অন্যান্যরা।
এদিনের এই বৈঠকে হাওড়া গ্রামীণ জেলার বিভিন্ন পুজো কমিটির সদস্যরা ছাড়াও প্রশাসনের বিভিন্ন দপ্তরের আধিকারিকরাও উপস্থিত ছিলেন। এদিনের এই বৈঠকে বিভিন্ন পুজো কমিটিকে সুষ্ঠভাবে পুজো পরিচালনা করার জন্য প্রশাসনের পক্ষ থেকে বেশ কিছু নির্দেশিকা জানানো হয়। পাশাপাশি সকলের সহযোগিতা আহবান করা হয়।