বসে গেল ভাটোরার গায়েনঘাট বাঁশের সেতু
নিজস্ব প্রতিনিধি, হাওড়া নিউজ ২৪, জয়পুর- শুক্রবার ৬০ হাজার কিউসেক জল ছেড়েছিল ডিভিসি। আর ডিভিসির ছাড়া সেই জলের তোড়ে ভেঙে পড়েছিল হাওড়া হুগলী মিলন সেতু।আর এবার ডিভিসির ছাড়া জলের তোড়ে বসে গেল হাওড়া জেলার দীপাঞ্চল উত্তর ভাটোরা থেকে মূল ভূখন্ডে যোগাযোগের আন্যতম উত্তর ভাটোরা গায়েন ঘাট বাঁশের সেতু।
জানা গেছে শনিবার রাতে জলের তোড়ে বাঁশের সেতুর মাঝ বরাবর প্রায় ৬৪ ফুট বসে যায়। সেতুর মাঝখান বসে যাওয়ার পরেই স্থানীয় গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে তড়িঘড়ি বাঁশের সেতু সংস্কারের উদ্যোগ নেওয়া হয়। ভাটোরা গ্রাম পঞ্চায়েতের প্রধান অশোক কুমার গায়েন জানান বাঁশের সেতুর মাঝখানে বসে যাওয়ার কারণে ওই সেতু দিয়ে চারচাকা গাড়ি যাতায়াত বন্ধ করে দেওয়া হয়েছে। পায়ে হেঁটে ও সাইকেলে ও বাইকে মানুষ খুব সর্তকতার সঙ্গে সেতু পারাপার করছে।