ডিভিসির ছাড়া জলে ভাঙল হাওড়া হুগলী মিলন সেতু
নিজস্ব প্রতিনিধি, হাওড়া নিউজ ২৪, আমতা- শুক্রবার ৬০ হাজার কিউসেক জল ছেড়েছে ডিভিস। আর ডিভিসির সেই ছাড়া জলে ভেঙে গেল হাওড়া জেলার দীপাঞ্চল উত্তর ভাটোরার গোলাবাড়ির সঙ্গে হুগলি জেলার পানশিউলি ঘাটের যোগাযোগ রক্ষাকারী বাঁশের হাওড়া হুগলী মিলন সেতু। রূপনারায়ণও মুন্ডেশ্বরী নদীর উপর নির্মিত এই বাঁশের সেতু ভেঙে যাওয়ায় সমস্যায় পড়েছে নদীর দুইপাড়ের বাসিন্দারা। জানা গেছে শুক্রবার ডিভিসির ছাড়া জলের তোড়ে শনিবার সকালে নদীর উপরে থাকা বাঁশের সেতুটি ভেঙে যায়। আর সেতুটি ভেঙে যাওয়ায় বিশেষ করে সমস্যায় পড়ে উত্তর ভাটোরার বাসিন্দারা।
ভাটোরা গ্রাম পঞ্চায়েতের প্রধান অশোক কুমার গাযেন জানান একদিকে রূপনারায়ণ ও মুন্ডেশ্বরী নদীর উপরে থাকা গোলাবাড়িতে বাঁশের সেতু ভেঙে পড়েছে। সমস্যায় পড়েছে উত্তর ভাটোরার বাসিন্দারা। আমতার বিধায়ক সুকান্ত পাল জানান ওই বাঁশের সেতু ভেঙে যাওয়ায় সাময়িক একটা সমস্যা হয়েছে। আমরা চেষ্টা করছি সেতুটি যাতে দ্রুত নির্মান করা যায়।