নিটে সফল শ্যামপুরের নয়ন
নিজস্ব প্রতিনিধি, হাওড়া নিউজ ২৪, শ্যামপুর- ২০২০ সালে শ্যামপুরের শশাটি নহলা অবিনাশ চন্দ্র বিদ্যালয় থেকে ৬৭৫ নম্বর পেয়ে মাধ্যমিক পাশ করেছিল শ্যামপুরের বাসুদেবপুর ধর্মতলার বাসিন্দা নয়ন মাইতি। সেবার হাওড়া জেলার মধ্যে অষ্টম স্থান অধিকার করে নয়ন। এইবছর ৪৮৫ নম্বর পেয়ে উচ্চ মাধ্যমিক পাশ করে এবং হাওড়া জেলার মধ্যে চতূর্থ স্থান অধিকার করে নয়ন। আর এবার সর্বভারতীয় নিট পরীক্ষায় সফল হল নয়ন। সর্বভারতীয় নিট পরীক্ষায় নয়ন ৭২০ এর মধ্যে ৬৪৭ নম্বর পেয়েছে। তার র্যাঙ্ক হয়েছে ৪৯৭৯।
নয়নের বাবা বিশ্বনাথ মাইতি হাওড়ার ঘুসুড়ির একটি প্লাস্টিক করখানায় অস্থায়ী শ্রমিক। অভাবের সংসারে থেকেই নয়ন তার পড়াশুনা চালিয়ে যাচ্ছে। আর সংসারের অভাব অনটন কাটিয়ে এবার সর্বভারতীয় নিট পরীক্ষায় সফল হল নয়ন। অন্যদিকে ছেলের এই সাফল্যে খুশী বাবা বিশ্বনাথ মাইতি ও মা শ্রাবনী মাইতি।নয়ন জানায় এখনোও কাউন্সিলিং হয়নি। আমার আশা আমি নয় কলকাতার মেডিকেল কলেজ বা নীলরতন সরকার মেডিকেল কলেজে ডাক্তারি পড়ার সূযোগ পাব। নয়ন জানায় আমার আর্থিক অবস্থা ভালো না হওয়ায় সেভাবে কারোর কাছে স্পেশাল কোচিং নেওয়া সম্ভব হয়নি। যেটুকু পেয়েছি ব্যচে পড়তে গিয়ে।