১৬ নং জাতীয় সড়কে দুর্ঘটনা, মৃত-২
নিজেস্ব প্রতিনিধি, হাওড়া নিউজ ২৪, বাগনান- বৈদ্যুতিক সামগ্রী কিনে বাড়ি ফেরার পথে স্কোরপিও ও লরির সংঘর্ষে মৃত্যু হল ২ যুবকের। দুর্ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার রাতে ১৬ নং জাতীয় সড়কে বাগনান থানার বাগনান আমতা রাস্তার মোড়ে। মৃতেরা হল রাজীব গুচ্ছাইত (৩২) ও সঞ্জীব গুচ্ছাইত (৩১)। বাড়ি পূর্ব মেদিনীপুরের কাঁথি থানার বড়বেনিয়া গ্রামে। দুর্ঘটনায় স্কোরপিওর অন্য দুই আরোহী গুরুতর আহত অবস্থায় উলুবেড়িয়া মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে বৃহস্পতিবার কাঁথি থেকে ৪ জন একটি স্কোরপিও করে কলকাতায় আসে। তারা দক্ষিন ২৪ পরগনার ক্যানিং এ কাজ সেরে কলকাতার চাঁদনি থেকে বৈদ্যুতিক সামগ্রী কিনে রাতে বাড়ি ফিরছিল। জানা গেছে কলকাতা থেকে বাড়ি ফেরার পথে রাত ১১ টা নাগাদ ১৬নং জাতীয় সড়কে বাগনান থানার বাগনান আমতা রাস্তার মোড়ে পিছন দিক থেকে আসা একটি গাড়ি স্কোরপিও গাড়িটিকে ধাক্কা মারে।
দুর্ঘটনায় স্কোরপিও গাড়িটি জাতীয় সড়কের কলকাতামুখী লেনে চলে যায়। জানা গেছে গাড়িটি কলকাতামুখী লেনে চলে আসার সময় কলকাতা অভিমুখে যাওয়া একটি লরি নিয়ন্ত্রন হারিয়ে স্কোরপিওতে ধাক্কা মারে। দুর্ঘটনায় স্কোরপিওটি দুমড়ে মুচড়ে যায়। গাড়ির ভিতরে থাকা ৪ আরোহী আহত হয়। দূর্ঘটনার জেরে গাড়ির ৩ আরোহী বাইরে বের হতে পারলেও এক আরোহী দীর্ঘক্ষন গাড়ির মধ্যে আটকে থাকে। পরে বাগনান থানার পুলিশ ঘটনাস্থলে পৌছে গ্যাস কাটার দিয়ে গাড়িটিকে কেটে আহত ব্যাক্তি সহ ৪ জনকে প্রথমে বাগনান গ্রামীণ হাসপাতালে পরে উলুবেড়িয়া মহকুমা হাসপাতালে ভর্তি করে। পরে সঞ্জীব গুচ্ছাইতের অবস্থার অবনতি হওয়ায় তাকে কলকাতায় স্থানানতরিত করা হলে সেখানেই তার মৃত্যু হয়। অন্যদিকে গভীর রাতে উলুবেড়িয়া মহকুমা হাসপাতালে রাজীব গুচ্ছাইতের মৃত্যু হয়।