ডেঙ্গু প্রতিরোধে তৎপর উলুবেড়িয়া পুরসভা
নিজস্ব প্রতিনিধি, হাওড়া নিউজ ২৪, উলুবেড়িয়া- রাজ্যে ডেঙ্গু ক্রমশঃ মাথা চাড়া দিচ্ছে। কলকাতার পাশাপাশি হাওড়া সদরেও ডেঙ্গু আক্রান্তের সংখ্যা উদ্বেগ বাড়াচ্ছে। হাওড়া গ্রামীণ জেলাতে সেভাবে ডেঙ্গুর প্রকোপ দেখা না দিলেও প্রশাসন কোনভাবেই পরিস্থিতিকে হালকাভাবে নিচ্ছেনা। ইতিমধ্যে জেলার প্রতিটি গ্রাম পঞ্চায়েত এলাকায় নিয়মিত ডেঙ্গু প্রতিরোধে ব্যবস্থা নেওয়ার পাশাপাশি নাগরিকদের সচেতন করা হচ্ছে।
জেলার বিভিন্ন পঞ্চায়েতের পাশাপাশি উলুবেড়িয়া পুরসভা এলাকাতেও ডেঙ্গু প্রতিরোধে নিয়মিত বন জঙ্গল পরিস্কার করা, ব্লিচিং পাউডার ছড়ানো, ফগিং মেশিনের মাধ্যমে ধোওয়া স্প্রে করা হচ্ছে। এর পাশাপাশ নিয়মিত নাগরিকদের এই ব্যাপারে সচেতন করা হচ্ছে। উলুবেড়িয়া পুরসভার চেয়ারম্যান অভয় দাস ও ভাইস চেয়ারমান ইনামুর রহমান জানান পুরসভা এলাকায় ডেঙ্গুর প্রকোপ না থাকলেও আমরা সচেতন আছি।