স্ত্রীকে প্রাণে মারার চেষ্টার অভিযোগে গ্রেপ্তার স্বামী
নিজেস্ব প্রতিনিধি, হাওড়া নিউজ ২৪, উলুবেড়িয়া- বিয়ের ৫ মাসের মধ্যেই স্ত্রীকে বালিশ চাপা দিয়ে শ্বাসরোধ করে মারার চেষ্টার অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে অভিযুক্তের নাম সেখ জাহির আব্বাস। ঘটনায় অভিযুক্তের স্ত্রী সৈয়েদা হোসেনারা খাতুন অভিযুক্ত জাহির আব্বাস সহ ৫ জনের নামে বাগনান থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে। হোসেনারা খাতুনের অভিযোগের ভিত্তিতে মঙ্গলবার রাতে বাগনান থানার পুলিস অভিযুক্ত সেখ জাহির আব্বাসকে গ্রেপ্তার করেছে। ধৃতের বিরুদ্ধে পুলিশ ৩৫৪, ৪৯৮(এ) , ৪০৬, ৩৪ এবং ৩/৪ ডিপি আইনে মামলা রুজু করেছে। ধৃতকে বুধবার উলুবেড়িয়া আদালতে তোলা হলে বিচারক তাকে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন।
জানা গেছে গত ৩০ মার্চ বাগনান থানার পশ্চিম বাইনানের মীরপাড়ার বাসিন্দা সৈয়েদা হোসেনারা খাতুনের সঙ্গে পূর্ব মেদিনীপুরের চন্ডীপুর থানার বরাঘুনির বাসিন্দা পেশায় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক সেখ জাহির আব্বাসের বিয়ে হয়। হোসেনার খাতুনের অভিযোগ বিয়ের পরেই আমি বুঝতে পারি জাহির আব্বাসের সঙ্গে অন্য মেয়ের সর্ম্পক আছে। তিনি জানান বিষয়টি নিয়ে আমি প্রতিবাদ করার পর থেকেই স্বামী ও শশুরবাড়ির লোকেরা আমার উপর অত্যাচার শুরু করে। এমনকি মাস খানের আগে জাহির আব্বাস আমার গায়ে কেরোসিন তেল ঢেলে পুড়িয়ে মারার চেষ্টা করে বলেও আভিযোগ করেন হোসেনারা খাতুন। তিনি জানান এরপর থেকে ক্রমাগত প্রাননাশের হুমকি দেওয়ায় গত মাসে আমি বাপের বাড়ি চলে আসি। হোসেনারা খাতুন জানান সোমবার রাতে জাহির আব্বাস মদ্যপ অবস্থায় বাড়িতে এসে আমাকে মারধরের পাশাপাশি আমার মুখে বালিশ চাপা দিয়ে আমাকে প্রানে মারার চেষ্টা করে। পরে আমি চিৎকার করলে পরিবারের লোকজন ছুটে এসে জাহির আব্বাসকে ধরে ফেলে। পরে তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। পরে আমি বাগনান থানায় লিখিত আভিযোগ জানালে পুলিশ জাহির আব্বাসকে গ্রেপ্তার করে।