আমতার ছাত্র নেতা আনিস খানের ভাইয়ের উপর হামলার অভিযোগ
নিজেস্ব প্রতিনিধি, হাওড়া নিউজ ২৪, আমতা-আমতার ছাত্র নেতা আনিস খানের খুড়তুতো ভাই সলমন খানের উপর হামলা চালানোর অভিযোগ উঠল তৃণমূল আশ্রিত দুস্কৃতীদের বিরুদ্ধে। অভিযোগ শুক্রবার গভীর রাতে সলমন খান বাথরুমের জন্য বাড়ির বাইরে বের হলে অন্ধকারে লুকিয়ে থাকা দুস্কৃতীরা তার মাথায় ধারালো অস্ত্র দিয়ে কোপ মারে । ঘটনার পর গুরুতর আহত অবস্থায় সলমন খানকে প্রথমে বাগনান গ্রামীণ হাসপাতালে পরে উলুবেড়িয়া মহকুমা হাসপাতালে ভর্তি করে। শনিবার সকালে পুলিশ হাসপাতালে এসে সলমনের বয়ান রেকর্ড করে্। পরে সলমনের বাবা জালেম খান আমতা থানায় লিখিত অভিযোগ দায়ের করে। পুলিশ সূত্রে খবর সলমন খানের বাবার অভিযোগের ভিত্তিতে পুলিশ ৪৪৮, ৩২৫, ৩২৬,৩০৭ এবং ৩৪ ধারায় মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে। ঘটনা সর্ম্পকে হাওড়া গ্রামীন জেলা পুলিশ সুপার স্বাথী ভাঙ্গালিয়া জানান ঘটনার তদন্ত শুরু হয়েছে। অজ্ঞাতপরিচয় ব্যাক্তিদের চিহ্নিত করার কাজ শুরু হয়েছে। সেটা হলেই দুস্কৃতীদের গ্রেপ্তার করা হবে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে শুক্রবার রাত ১টা নাগাদ সলমন ও তার স্ত্রী হোসেনারা খাতুন বাথরুমে যাওয়ার জন্য বাড়ির বাইরে বেরিয়েছিলেন। অভিযোগ সেই সময় এক দুস্কৃতী ধারালো অস্ত্র দিয়ে তার মাথার পিছনে কোপ মারে। সলমনের চিৎকারে তার স্ত্রী এবং পরিবারের লোকজনদের ছুটে এসে সলমনকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে প্রথমে বাগনান পরে উলুবেড়িয়া মহকুমা হাসপাতালে ভর্তি করে। হোসেনারা খাতুন অভিযোগ করেন আমাদের গোটা পরিবারকে শেষ করে দিতেই এই হামলা চালানো হযেছে। তিনি জানান ঘটনার পর একজনকে দৌড়ে পালিয়ে যেতে দেখেছি।অন্যদিকে সলমন খানের বাবা জালেম খানের অভিযোগ সলমন আনিস খানের মৃত্যুর অন্যতম স্বাক্ষী ছিল। আর সেই কারণেই এই ঘটনা।
অপরদিকে আনিস খানের বাবা সালেম খান অভিযোগ করেন শাসক দলের আশ্রিত দুস্কৃতীরা যারা আনিস খানকে হত্যা করেছে তারাই এই ঘটনা ঘটিয়েছে। এদিনেও তিনি আদালতের নজরদারিতে সিবিআই তদন্তের দাবিতে অনড় থাকেন। তিনি অভিযোগকরেন এর আগেও সলমন খানের উপর দুবার হামলার চেষ্টা হয়েছিল। আমরা পুলিশে অভিযোগ করার পর পুলিশি নিরাপত্তা দিলেও তারা সেভাবে নিরাপত্তা দিচ্ছিলনা এমনকি গত দুইদিনেও তারা আসেনি। অন্যদিকে ঘটনার তদন্তে শনিবার সকালে সারদা গ্রামে যান পুলিশ আধিকারিকরা। পরে বিকালে গ্রামে যান সিআইডি আধিকারিকরা।
অন্যদিকে তাদের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছে তৃণমুল কংগ্রেস। হাওড়া গ্রামীণ জেলা তৃণমুল কংগ্রেসের সভাপতি অরুনাভ সেন জানান এটার সাথে তৃণমুল কংগ্রেসের কোন যোগ নেই। তৃণমূল কংগ্রেস কর্মীরা এতটা বোকা নয় যে বিরোধীদের হাতে অস্ত্র তুলে দেবে। তিনি বলেন সিপিএম বিজেপি এখন হরিহর আত্মা। এটা তাদের গট আপ গেম বলে অভিযোগ করেন অরুনাভ সেন।
অন্যদিকে এদিন প্রাক্তন বিধায়ক অসিত মিত্র ও বাম ছাত্র যুব সংগঠনের রাজ্য নেতৃত্ব সারদা গ্রামে গিয়ে সলমন এবং আনিস খানের পরিবারের লোকজনদেরসঙ্গে কথা বলেন। বিকালে বাম ছাত্র যুব সংগঠনের হাওড়া জেলা কমিটির পক্ষ থেকে আমতা থানার সামনে বিক্ষোভ দেখায়।