সারা ভারত প্রবেশিকা পরীক্ষায় সফল শ্যামপুরের দুই যমজ ভাই
নিজস্ব প্রতিনিধি, হাওড়া নিউজ ২৪, শ্যামপুর- বুধবার সারা ভারত মেডিকেল প্রবেশিকা পরীক্ষার ফল প্রকাশ হয়েছে। আর সেই মেধা তালিকা অনুযায়ী শ্যামপুর ২ নং ব্লকের সাঁইবেনিয়া গ্রামের দুই যমজ ভাই আকাশ হাতি ও বিকাশ হাতি ভালো ফল করল। মেধদা তালিকা অনুযায়ী আকাশ ২৫৮৫ এবং বিকাশ ৭৯৭৪ র্যাঙ্ক করেছে। যদিও ক্যাটাগরি র্যাঙ্ক অনুযায়ী আকাশ ৫৩ এবং বিকাশ ১৪৪ র্যাঙ্ক করেছে। প্রবেশিকা পরীক্ষায় ৭২০ নম্বরের মধ্যে আকাশ পেয়েছে ৬৬১ এবং বিকাশ পেয়েছে ৬৩৫।
আকাশ হাতি এবং বিকাশ হাতির বাবা রামকৃষ্ণ হাতি পেশায় মৎসজীবি। তিনি সমুদ্রে মাছ ধরার পাশাপাশি শ্যামপুরের রূপনারায়ণ নদীতে মাছ ধরে জীবিকা নির্বাহ করেন। আকাশ ও বিকাশ ছোটবেলা থেকেই অত্যন্ত মেধাবী। স্থানীয় ডিহিমন্ডলঘাট উচ্চ বিদ্যালয় থেকে আকাশ ও বিকাশ মাধ্যমিক পরীক্ষা পাশ করার পর শ্যামপুর উচ্চ বিদ্যালয় থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পাশ করে দুই ভাই। আর এরপর বুধবার সারা ভারত মেডিকেল পরীক্ষায় দুই ভাই ভালো ফল করল। আকাশ ও বিকাশ জানায় প্রবেশিকা পরীক্ষা ভালো দিয়েছিলাম। আমাদের আশা ছিল ভালো ফল করব। আকাশ ও বিকাশ জানায় মেধা আমাদের যা র্যাঙ্ক হয়েছে তাতে আমাদের আশা আমরা দুইভাই রাজস্থানের যোধপুরের এইমস থেকে ডাক্তারি পড়তে পারব।