জয়পুর পঞ্চানন রায় কলেজে কম্পিউটার ল্যাব
নিজস্ব প্রতিনিধি, হাওড়া নিউজ ২৪, আমতা- আমতার জয়পুর পঞ্চানন রায় কলেজের ছাত্রছাত্রীদের জন্য কম্পিউটার ল্যাবের উদ্বোধন হল বুধবার। এদিন কলেজের ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে কলেজের কম্পিউটার ল্যাবের উদ্বোধন করেন কলেজের পরিচালনা সমিতির সভাপতি তথা আমতার বিধায়ক সুকান্ত পাল। এদিন কম্পিউটার ল্যাবের উদ্বোধন করার পাশাপাশি একটি সেমিনার হলেও উদ্বোধন করেন বিধায়ক সুকান্ত পাল। কলেজ কর্তৃপক্ষ সূত্রে খবর আমতা ২নং পঞ্চায়েত সমিতির আর্থিক সহয়াতায় ১১ লক্ষ টাকা ব্যায়ে সেমিনার হল এবং ৬ লক্ষ টাকা ব্যায়ে কম্পিউটার ল্যাব তৈরী করা হয়েছে। ল্যাবে প্রাথমিকভাবে ১০টি কম্পিউটার থাকছে।
এদিন কলেজের কম্পিউটার ল্যাব ও সেমিনার হলের উদ্বোধন করে বিধায়ক সুকান্ত পাল জানান কলেজে কম্পিউটার ল্যাব চালু হওয়ায় ছাত্রছাত্রীরা এখানে কম্পিউটার প্রশিক্ষন নিতে পারবে। সুকান্ত পাল জানান আগামী শিক্ষাবর্ষ থেকে কলেজে বিজ্ঞান বিভাগ চালু করার একটা পরিকল্পনা করা হচ্ছে।