চলতি অর্থ বর্ষেই কুলিয়া সেতুর কাজ শুরু হবে- মন্ত্রী পুলক রায়
নিজস্ব প্রতিনিধি, হাওড়া নিউজ ২৪, আমতা- চলতি অর্থ বর্ষেই হাওড়ার দীপাঞ্চলের কুলিয়া সেতুর কাজ শুরু হবে। শনিবার আমতায় প্রস্তাবিত কুলিয়া সেতুর জায়গা পরিদর্শন করতে এসে এই কথা বলেন রাজ্যের পূর্ত ও জনস্বাস্থ্য ও কারিগরি মন্ত্রী পুলক রায়। এদিন মন্ত্রী প্রস্তাবিত সেতুর জায়গা পরিদর্শন করার পাশাপাশি প্রশাসনিক আধিকারিকদের নিয়ে বৈঠক করেন।
হাওড়া জেলার আমতার দীপাঞ্চল ভাটোরাও ঘোড়াবেড়িয়া চিৎনান গ্রাম পঞ্চায়েত মুন্ডেশ্বরী ও রূপনারায়ণ নদী দিয়ে পরিবেষ্টিত। একসময় দীপাঞ্চলেরের বাসিন্দাদের যাতায়াতের অন্যতম ব্যবস্থা ছিল নৌকা। দীপাঞ্চলের বাসিন্দাদের সুবিধার্থে বাম আমলে প্রায় ৭ কোটি টাকা ব্যায়ে একটি পাকা সেতুর পরিকল্পনা করা হয়। সেইমত তৎকালীন অর্থমন্ত্রী অসীম দাশগুপ্ত সেতুর শিল্যান্যাস করেন। যদিও পরবর্তী সময়ে সেই সেতু আর বাস্তাবায়িত হয়নি। পরবর্তী সময়ে নিজেদের যাতায়াতের সুবিধার্থে বছর খানেক আগে নদীর উপর একটি বাঁশের সেতু তৈরী করে স্থানীয় বাসিন্দারা। যদিও তাতেও সমস্যার সমাধান না হওয়ায় বছর চারেক আগে হাওড়ার প্রশাসনিক বৈঠক থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় বাঁশের সেতুর পরিবর্তে পাকা সেতু তৈরীর নির্দেশ দেন। আর তারপরেই জোর কদমে কাজ শুরু হয়। প্সেতু তৈরী প্রসঙ্গে বিধায়ক সুকান্ত পাল জানান সেতু তৈরী হয়ে গেলে দীপাঞ্চলের মানূষের দীর্ঘদিনের সমস্যা মিটবে।