উলুবেড়িয়ায় বর্ণাঢ্য শোভাযাত্রা
নিজস্ব প্রতিনিধি, হাওড়া নিউজ ২৪,উলুবেড়িয়া- বাংলার দুর্গা পুজোকে হেরিটেজ স্বীকৃতি দিয়েছে ইউনেস্কো। আর সেই স্বীকৃতিকে সম্মান জানাতে বৃহস্পতিবার রাজ্যে জুড়ে মানুষ আনন্দে গা ভাসালো। ঢাকের বাদ্যি থেকে উলু, শঙ্খ ধ্বনি থেকে নৃত্যের তাল বাদ গেল না হাওড়া জেলার প্রাচীন লোকশিল্প কালিকা পাতাড়ি। কার্যত বৃহস্পতিবার থেকেই রাজ্যের মানুষ পুজোর আনন্দে গা ভাসাল।
এদিন রাজ্যের বিভিন্ন প্রান্তের পাশাপাশি হাওড়া গ্রামীণ জেলা প্রশাসনে উদ্যোগে ইউনেস্কোকে সম্মান জানাতে বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়। এদিন উলুবেড়িয়া গঙ্গরামপুর মোড় থেকে উলুবেড়িয়া কালীবাড়ি পর্যন্ত শোভযাত্রার আয়োজন করা হয়। এদিনের এই শোভাযাত্রায় উলুবেড়িয়া, শ্যামপুর, বাগনান, আমতা, উদয়নারায়ণপুর, সাঁকরাইলের বিভিন্ন পুজো কমিটি অংশ নেয়। এছাড়াও উলুবেড়িয়ার বিভিন্ন সাংস্কৃতিক সংস্থা, স্কুল কলেজের ছাত্রছাত্রীরা অংশ নেয়।
এদিনের এই শোভাযাত্রায় উপস্থিত ছিলেন রাজ্যের পূর্ত মন্ত্রী পুলক রায়,জেলাশাসক মুক্তা আর্য্য, হাওড়া জেলা পরিষদের সহকারী সভাধিপতি অজয় ভট্টাচার্য্য, হাওড়া গ্রামীণ জেলা পুলিশ সুপার স্বাথী ভাঙ্গালিয়া, বাগনানের বিধায়ক অরুনাভ সেন, উলুবেড়িয়া পূর্ব কেন্দ্রের বিধায়ক বিদেশ বসু, আমতার বিধায়ক সুকান্ত পাল, জগৎবল্লভপুরের বিধায়ক সীতানাথ ঘোষ, সাঁকরাইলের বিধায়ক প্রিয়া পাল, উলুবেড়িয়া পুরসভার চেয়ারম্যান অভয় দাস, ভাইস চেয়ারম্যান ইনামুর রহমান সহ অন্যন্যরা।