উলুবেড়িয়ায় গণেশ বন্দনা
নিজস্ব প্রতিনিধি, হাওড়া নিউজ ২৪, উলুবেড়িয়া- শরোদৎসবের আগেই বাংলায় উৎসবের আমেজ। বুধবার গণেশ চতূর্থী উপলক্ষ্যে সকাল থেকেই ব্যবসায়ী প্রতিষ্ঠান থেকে গৃহস্থের বাড়ি এমনকি পাড়ায় পাড়ায় ও গণেশ পুজোর আয়োজন করা হয়। পুজোর পাশাপাশি চলে লাড্ডু বিতরণ। এদিন উলুবেড়িয়া বাজারপাড়ায় গণেশ বন্দনায় মাতলেন রাজ্যের পূর্ত মন্ত্রী পুলক রায়। সঙ্গে ছিলেন উলুবেড়িয়া পুরসভার চেয়ারম্যান অভয় দাস।
অন্যদিকে ইউনেস্কো দুর্গাপুজোকে স্বীকৃতি দেওয়ায় ইউনেস্কোকে সম্মান জানাতে বৃহস্পতিবার উলুবেড়িয়ায় বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়েছে। সূত্রের খবর এদিনের এই শোভাযাত্রায় রাজ্যের মন্ত্রী পুলক রায় ছাড়াও , সাংসদ, বিধায়ক, জনপ্রতিনিধি, প্রশাসনিক কর্তা, বিভিন্ন ক্লা প্রতিষ্ঠান, স্কুল কলেজ অংশ গ্রহন করবে। বৃহস্পতিবার বিকাল ৪ টের সময় উলুবেড়িয়া গঙ্গারমপুর মোড় থেকে শুরু হওয়া এই শোভাযাত্রা উলুবেড়িয়া কালীবাড়ি পর্যন্ত যাবে।