আমতায় একাদশ শ্রেণীর দুই ছাত্রীর অস্বাভাবিক মৃত্যু
নিজস্ব প্রতিনিধি, হাওড়া নিউজ ২৪,আমতা- সোমবার সকালে স্কুলে যাওয়ার নাম করে বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ হয়ে যাওয়া দুই ছাত্রীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হল মঙ্গলবার বিকেলে বাড়ি থেকে কিছুটা দূরে একটা আমগাছ থেকে। ঘটনাকে ঘিরে ইতিমধ্যে ব্যাফক চাঞ্চল্য ছড়িয়েছে আমতার মুক্তিরচক গ্রামে। পুলিশ সূত্রে খবর মৃত ছাত্রীরা হল বৈশাখী পোল্লে (১৬) এবং কুহেলি মাইতি (১৫)। মৃত দুই ছাত্রী আমতা পীতাম্বর হাই স্কুলের একাদশ শ্রেণির ছাত্রী। মঙ্গলবার বিকেলে বাড়ি থেকে কয়েকশো মিটার দূরত্বে একটি আমগাছে গলায় ওড়নার ফাঁস লাগানো অবস্থায় পাশাপাশি দুই ছাত্রীর মৃতদেহ ঝুলতে থাকে গ্রামবাসী। পরে পুলিশে খবর দিলে আমতা থানার পুলিশ মৃতদেহ দুটি এবং গাছের নিচে থেকে দুটি ব্যাগ ও একটি মোবাইল উদ্ধার করেছে পুলিশ। আমতা থানার পুলিশ মৃতদেহ দুটি উদ্ধার করে ময়না তদন্তে পাঠানোর পাশাপাশি একটি অস্বাভাবিক মৃত্যুর মামলার রুজু করে তদন্ত শুরু করেছে।
জানা গেছে সোমবার সকাল ১০ টা নাগাদ স্কুল ড্রেস পরে বৈশাখী কুহেলী বাড়ি থেকে বের হয়। যদিও সন্ধ্যা পেরিয়ে রাত হলেও দুই ছাত্রী বাড়ি না ফেরায় পরিবারের লোকজন চারিদিকে খোঁজাখুঁজি শুরু করে। রাতে দুই ছাত্রীকে খোঁজাখুঁজি করে কোন সন্ধান না পাওয়ার পর মঙ্গলবার দুপুরে পরিবারের পক্ষ থেকে থানায় একটি নিখোঁজ ডায়েরি করা হয়। অন্যদিকে এদিন বিকেলে মুক্তিরচক গ্রামের মাঠে ঘুড়ি ওড়াচ্ছিল গ্রামের এক কিশোর। সেই কিশোর মাঠের পাশে পুকুরের আম গাছে দুই ছাত্রীকে ঝুলন্ত অবস্থায় দেখতে পাই কিশোর। পরে গ্রামবাসীদের খবর দিলে তারা পুলিশে খবর দেয়। পরে আমতা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ দুটি উদ্ধার করে। এঝদিকে স্কুলের দুই ছাত্রীর এই মৃত্যুর ঘটনা সম্পর্কে পীতাম্বর হাই স্কুলের প্রধান শিক্ষক তপন কুমার দাস জানান মঙ্গলবার দুপুরে দুই ছাত্রীর পরিবার আমার কাছে এসেছিল। আমি ওনাদের বলেছি পরীক্ষার জন্য একাদশ ও দ্বাদশ শ্রেণীর ক্লাস বন্ধ আছে। সুতরাং বিদ্যালয় ওদের আসার কোন প্রশ্ন নেই। অন্যদিকে বৈশাখী ও কুহেলী সকালবেলা বাড়ি থেকে বের হওয়ার পর সন্ধ্যায় প্রাইভেট টিউটর পার্থ মণ্ডলের কাছে পড়তে যায়। যদিও পার্থ মণ্ডলের দাবি তারা টিউশনি না পড়েই বাড়ি চলে যায়। পরে আজ দুজনের মৃত্যু সংবাদ পাই।