জাতীয় সড়কে দূর্ঘটনা, মৃত শিশু

Spread the love

নিজস্ব প্রতিনিধি, হাওড়া নিউজ ২৪, বাগনান- দাঁড়িয়ে থাকা অটোয় পিক আপ ভ্যানের ধাক্কায় মৃত্যু হল এক শিশুর। মৃত শিশুর নাম আফরিন খাতুন (৭)। বাড়ি পূর্ব মেদিনীপুরের দেনান গ্রামে। দুর্ঘটনাটি ঘটেছে সোমবার সকালে ১৬ নং জাতীয় সড়কে বাগনান থানার দেউলটির তামুলতলায়। দুর্ঘটনায় অটোর ৪ যাত্রী আহত হয়েছে। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ মৃত শিশুর দেহ ময়নাতদন্তে পাঠানোর পাশাপাশি পিকআপ ভ্যান সহ চালককে আটক করেছে।

জানা গেছে সোমবার সকালে ১৬ নং জাতীয় সড়কে দেউলটির তামুলতলায় রাস্তার পাশে যাত্রী তোলার জন্য দাঁড়িয়েছিল অটোটি। সকাল ১১টা নাগাদ কোলাঘাট অভিমুখে যাওয়া একটি পিকআপ ভ্যান অটোর পিছনে ধাক্কা মারে। দুর্ঘটনায় অটোর ৫ যাত্রী গুরুতর আহত হয়। দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারা আহতদের উদ্ধার করে বাগনান গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক আফরিন খাতুনকে মৃত বলে ঘোষণা করেন। পরে আহতদের মধ্যে এক শিশু সহ দুই মহিলার অবস্থার অবনতি হওয়ায় তাদের উলুবেড়িয়া মহকুমা হাসপাতালে স্থানানতরিত করা হয়। এদিকে দুর্ঘটনার পর উত্তেজিত জনতা জাতীয় সড়ক অবরোধ করার পাশাপাশি জাতীয় সড়কের পাশে পুলিশের একটি বসার জয়গায় আগুন ধরিয়ে দেয়। প্রায় ঘন্টাখানেক পথ অবরোধ চলার পর পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি সাভাবিক হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *