জাল শংসাপত্র দিয়ে চাকরির আবেদন, গ্রেপ্তার যুবক
নিজস্ব প্রতিনিধি, হাওড়া নিউজ ২৪, উলুবেড়িয়া- জাল শংসাপত্র দিয়ে বিদ্যালয়ের লাইব্রেরীয়ান পদে আবেদন করার অভিযোগে শনিবার রাতে দক্ষিন ২৪ পরগনার জয়নগর থেকে অভিজিৎ মন্ডল নামে এক যুবককে গ্রেপ্তার করল রাজাপুর থানার পুলিশ। ধৃতকে রবিবার উলুবেড়িয়া আদালতে তোলা হলে বিচারক তাকে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন। উলুবেড়িয়ার জগৎপুরের আনন্দ ভবন ডেফ এন্ড ব্লাইন্ড বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অজয় দাস জানান ২০২০ সালে ৬টি শূন্যপদ পূরনের জন্য নিয়োগ প্রক্রিয়া শুরু হয়। তিনি জানান নিয়োগের জন্য একটি প্যানেল জনশিক্ষা প্রাসর দপ্তরের অধিকর্তার কাছে পাঠালে বেনিয়মের কারণে তিনি প্যানেল বাতিল করে নতুন করে নিয়োগ প্রক্রিয়া শুরু করতে বলে। আর এই আদেশের বিরুদ্ধেই প্যানেলে থাকা ৬ জন আদালতের দারস্থ হয়। অজয় দাস জানান এরপর আমরা মামলাকারীদের শংসাপত্র পরীক্ষা করে দেখতে পাই অভিজিৎ মন্ডলের দেওয়া আন্নামলাই বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরী সায়েন্সের শংসাপত্র জাল্ আর এরপরেই আমরা ওই অভিযুক্ত যুবকের বিরুদ্ধে রাজাপুর থানাল লিখিত আভিযোগ দায়ের করি।