উলুবেড়িয়া মেডিকেল কলেজের কাজকর্ম পরিদর্শনে স্বাস্থ্য সচিব

Spread the love

নিজস্ব প্রতিনিধি, হাওড়া নিউজ ২৪, উলুবেড়িয়া- এই শিক্ষা বর্ষ থেকেই উলুবেড়িয়ার শরৎচন্দ্র চট্টোপাধ্যায় মেডিকেল কলেজে ১০০ জন এম বি বি এস ছাত্রছাত্রী নিয়ে পঠন পাঠন শুরু হবে। সম্প্রতি ন্যাশানাল মেডিকেল অ্যাসেসমেন্ট এন্ড রেটিং বোর্ডের পক্ষ থেকেও উলুবেড়িয়ার শরৎচন্দ্র চট্টোপাধ্যায় মেডিকেল কলেজে পঠন পাঠনের সবুজ সংকেত দেওয়ার পরেই জোর কদমে মেডিকেল কলেজের পরিকাঠামো তৈরীর কাজ শুরু হয়েছে। শনিবার মেডিকেল কলেজের সেই পরিকাঠামো খতিয়ে দেখতে উলুবেড়িয়ায় আসেন রাজ্যের স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগম।

এদিন স্বাস্থ্য সচিবের সঙ্গে ছিলেন জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাঃ নিতাই মন্ডল,উলুবেড়িয়া মেডিকেল কলেজের প্রিন্সিপাল ডাঃ সনৎ কুমার ঘোষ, উলুবেড়িয়ার মহকুমা শাসক শমীক কুমার ঘোষ, উলুবেড়িয়া পুরসভার চেয়ারম্যান অভয় দাস, ভাইস চেয়ারম্যান ইনামুর রহমান, উলুবেড়িয়া মহকুমা হাসপাতালের সুপার ডাঃ হাসিবুল মল্লিক সহ অন্যান্যরা। এদিন স্বাস্থ্য সচিব মেডিকেল কলেজের পরিকাঠামো পরিদর্শন করার পাশাপাশি হাসপাতাল চত্বরে নির্মীয়মান বহুতল ও নিমদিঘীতে নির্মীয়মান বহুতলের কাজ পরিদর্শন করেন এবং আধিকারিকদের নিয়ে বৈঠক করেন। সূত্রের খবর মেডিকেল কলেজের কাজকর্মের অগ্রগতি দেখে সন্তোষ প্রকাশ করেন স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *