বিনলা কৃষ্ণবাটী গ্রাম পঞ্চায়েতে প্রকল্পের উদ্বোধন
নিজস্ব প্রতিনিধি, হাওড়া নিউজ ২৪, আমতা- আমতা ২ নং ব্লকের বিনলা কৃষ্ণবাটী গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে শনিবার থেকে কঠিন বর্জ্য নিরাপদ নিস্কাষণ প্রক্রিয়া শুরু হল। এদিন পঞ্চায়েতের শ্যাওড়াবেড়িয়ায় এই কেন্দ্রের উদ্বোধন করেন আমতার বিধায়ক সুকান্ত পাল। অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উলুবেড়িয়ার মহকুমাশাসক শমীক কুমার ঘোষ, আমতা ২ নং ব্লকের বিডিও সৈয়দ মাসুদুর রহমান সহ অন্যান্যরা। বিনলা কৃষ্ণবাটী গ্রাম পঞ্চায়েত সূত্রে খবর মিশন নির্মল বাংলা, পঞ্চদশ অর্থ কমিশন সহ বিভিন্ন বিভাগের অর্থে প্রায় ৩৭ লক্ষ ৪০ হাজার টাকা ব্যায়ে এই প্রকল্প নির্মিত হয়েছে।
পঞ্চায়েত প্রধান অর্চনা কাঁড়ার জানান প্রকল্পে পঞ্চায়েতের ৩ হাজার ৩০০ বাড়ি থেকে নোংরা আর্বজনা সংগ্রহের জন্য প্রতিটি বাড়িতে দুটি করে বালতি দেওয়া হয়েছে। এছাড়াও বাড়ি বাড়ি থেকে আর্বজনা সংগ্রহের জন্য ৩টি গাড়ির ব্যবস্থা রাখা হয়েছে। তিনি জানান প্রতিদিন ভোরে পঞ্চায়েতের সাফাই বিভাগের কর্মীরা বাড়ি বাড়ি থেকে আর্বজনা সংগ্রহ করবে এবং নোংরা আর্বজনা শ্যাওড়াবেড়িয়ার কঠিন বর্জ্য নিস্কাশন কেন্দ্রে জমা করবে। এদিন কেন্দ্রের উদ্বোধন করে বিধায়ক সুকান্ত পাল জানান আমতা ২নং ব্লকের ১৪টি গ্রাম পঞ্চায়েতের মধ্যে বিনলা কৃষ্ণবাটী গ্রাম পঞ্চায়েতে এই ধরনের উদ্যোগ প্রথম নেওয়া হল।