বালি হাঁস উদ্ধার
নিজস্ব প্রতিনিধি, হাওড়া নিউজ ২৪, পাঁচলা- গৃহস্থের বাড়ি থেকে একটি বালি হাঁস সহ ৭টি ছানাকে উদ্ধার করল বন দপ্তর। বন দপ্তর সূত্রে জানা গেছে পাঁচলার নয়াচক গ্রামের এক বাসিন্দা তার বাড়ির মুগরীর মধ্যে একটি বালি হাঁস ও ৪টি ছানাকে আটকে রেখেছিল। পাশাপাশি গ্রামের অন্য এক বাসিন্দা তার বাড়িতে ৩টি ছানাকে আটকে রেখেছিল। শুক্রবার দুপুরে গোপন সূত্রে খবর পেয়ে বন দপ্তরর কর্মীরা গ্রামে হানা দিয়ে বালি হাঁস ও তার ছানাদের উদ্ধার করে গড়চুমুক প্রানী চিকিৎসা কেন্দ্রে পাঠায়। বন দপ্তরের উলুবেড়িয়ার রেঞ্জ অফিসার রাজেশ মুখোপাধ্যায় জানান উদ্ধার হওয়া বালি হাঁস ও তার ছানাদের পর্যবেক্ষনে রাখার জন্য গড়চুমুক প্রানী চিকিৎসা কেন্দ্রে পাঠানো হয়েছে। প্রসঙ্গত গত বছর আগস্ট মাসে শ্যামপুরের হোগলাসী থেকে এবং এই বছর জুলাই মাসে শ্যামপুরের রাধাপুরের একটি ইট ভাটার পাশ থেকে বালি হাঁস ও তার ছানাদের উদ্ধার করেছিল বন দপ্তর।