কৌশিকী অমাবস্যায় উলুবেড়িয়া শ্রী শ্রী আনন্দময়ী কালীবাড়িতে ভক্তদের ভীড়
নিজস্ব প্রতিনিধি, হাওড়া নিউজ ২৪, উলুবেড়িয়া- কৌশিকী অমাবস্যা। বছরের অন্যান্য আমাবস্যার থেকে এই অমাবস্যা একটু আলাদা। কৌশিকী অমবস্যা উপলক্ষ্যে শুক্রবার ভোর থেকেই তারাপীঠ মন্দিরে ভক্তদের ঢল। তবে শুধু তারাপীঠ নয় পাশাপাশি কালীঘাট, দক্ষিনেশ্বর থেকে রাজ্যের প্রতিটি কালীমন্দিরে ভক্তদের ঢল নামে। এদিন উলুবেড়িয়ার শতাব্দী প্রাচীন শ্রী শ্রী আননদময়ী কালীবাড়িতেও সকাল থেকে ভক্তদের ভীড়। সন্ধ্যা গড়িয়ে রাত যত বেড়েছে তত ভক্তদের ভীড় তত বেড়েছে। কালীবাড়ি সূত্রে খবর কৌশিকী অমবস্যা উপলক্ষ্যে এদিন বিশেষ পুজোর আয়োজন করা হয়েছে। এদিন মায়ের ভোগ সর্ম্পকে শ্রী শ্রী আনন্দময়ী কালীবাড়ি সংস্থার সহ সম্পাদক শ্রীমন্ত গরানী জানান শুক্রবার রাতে মায়ের ভোগে থাকছে খিচুড়ি, ৫ রকমের ভাজা, ৩ রকমের তরকারি, চাটনি, পায়েস এবং মিষ্টি। এছাড়াও কৌশিকী অমাবস্যা উপলক্ষ্যে থাকছে পোলাও ভোগ। তিনি জানান রাতে মন্দির চত্বরে ভক্তিমূলক অনুষ্ঠান থাকছে। এছাড়াও ভক্তদের মধ্যে ভোগ বিতরণের ব্যবস্থা থাকছে।