উলুবেড়িয়ায় উদ্যান পালন সপ্তাহ উদযাপন
নিজস্ব প্রতিনিধি, হাওড়া নিউজ ২৪, উলুবেড়িয়া – কৃষি কাজ নতুন প্রজন্মের কাছে আকর্ষণীয় করে তুলতে হলে চাষের দৃষ্টিভঙ্গি বদলাতে হবে। পলি হাউস নির্মাণ করে চাষ করতে হবে। অসময়ের চাষের উপর জোর দিতে হবে। বৃহস্পতিবার উলুবেড়িয়া ১ নং ব্লক সহ কৃষি অধিকর্তা দপ্তরে খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প এবং উদ্যান পালন দপ্তরের উদ্যেগে আয়োজিত উদ্যান পালন সপ্তাহে এই কথা বলেন উদ্যান পালন দপ্তরের কর্মকর্তারা। এদিনের এই অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন হাওড়া জেলা পরিষদের সভাধিপতি কাবেরী দাস, সহকারী সভাধিপতি অজয় ভট্টাচার্য, কৃষি কমাধক্ষ্য রমেশ পাল, উদ্যান পালন দপ্তরের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর সুপ্রতিম মৈত্র, উলুবেড়িয়া ১ নং ব্লকের বিডিও নিলাদ্রী শেখর দে, উলুবেড়িয়া ১ নং পঞ্চায়েত সমিতির সভাপতি সুলতানা বেগম, বাগনান ১ নং পঞ্চায়েত সমিতির সভাপতি পঞ্চানন দাস সহ অন্যান্যরা। এদিনের এই অনুষ্ঠানে বেশ কয়েকজন কৃষকের হাতে ফল গাছের চারা তুলে দেওয়া হয়। প্রসঙ্গত গত ২২ আগষ্ট থেকে শুরু হওয়া উদ্যান পালন সপ্তাহ শেষ হবে আগামী ২৭ আগষ্ট।