বাস দুর্ঘটনায় মৃতদের পরিবারকে আর্থিক সহায়তা
নিজস্ব প্রতিনিধি, হাওড়া নিউজ ২৪, আমতা- বুধবার সন্ধ্যায় আমতা রানিহাটি রোডে পাঁচলার ধুলোরবাঁধ এলাকায় দুর্ঘটনার কবলে পড়েছিল করুনাময়ী মুচিঘাটা রুটের বাস। মর্মান্তিক এই দুর্ঘটনায় লরির সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হয়েছিল বাস চালকসহ তিনজনের। দুর্ঘটনায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের কথা ঘোষণা করেছিলেন। সেই ঘোষণা মত বৃহস্পতিবার মৃতদের পরিবারের হাতে ২ লক্ষ টাকা করে চেক তুলে দিলেন স্থানীয় বিধায়করা।
বুধবার সন্ধ্যায় বাস দুর্ঘটনায় মৃত্যু হয়েছিল বাস চালক আমতা ২ নং ব্লকের ঝিকিরার বাসিন্দা বরুন রায় এবং নওপাড়ার বাসিন্দা বাস যাত্রী সুভাষ পালের। এদিন মৃতদের বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের সমবেদনা জানানোর পাশাপাশি তাদের হাতে ২ লক্ষ টাকা করে চেক তুলে দেন বিধায়ক সুকান্ত পাল। অন্যদিকে দুর্ঘটনায় বাসের অন্য মৃত যাত্রী আমতার খড়দহের বাসিন্দা লুৎফন্নেসা বেগমের বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের হাতে ২ লক্ষ টাকার চেক তুলে দেন উলুবেড়িয়া উত্তর কেন্দ্রের বিধায়ক ডাঃ নির্মল মাজি। এদিন উলুবেড়িয়া মহকুমা হাসপাতালে মৃতদেহগুলি ময়নাতদন্তের পর পরিবারের হাতে তুলে দেওয়া হয়।