৫৩২টি বাক্সের উপর ছবি, ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে বাগনানের মৌলিকা
নিজস্ব প্রতিনিধি, হাওড়া নিউজ ২৪, বাগনান- ৫৩২টি সাবান, টুথ পেস্ট এবং ওষুধের বাক্সের উপর ছবি এঁকে ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে জায়গা করে নিল বাগনানের কল্যানপুর পালপাড়ার বাসিন্দা মৌলিকা দে। শনিবার সংস্থার পাঠানো শংসাপত্র, মেডেল সহ বিভিন্ন উপহার হাতে পেয়েছে বাগনান উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেনীর এই ছাত্রী।
খুব ছোটবেলা থেকেই পড়াশুনার পাশাপাশি আঁকা শেখা শুরু করে মৌলিকা। পাশাপাশি নতুন কিছু করে দেখানোর নেশায় বিভিন্ন জিনিষের উপর ছবি আঁকা। মৌলিকা জানান ৫৩২টি সাবান, টুথ পেস্ট এবং অসুধের বাক্সের উপর মনীষি, প্রাকৃতিক দৃশ্য সহ বিভিন্ন জিনিষ আঁকার পর সেইসব আঁকা ২৯ শে জুন ইন্ডিয়া বুক অফ রেকর্ডেসে পাঠাই। ৪ ঠা আগষ্ট সংস্থার তরফে আমার হাতের আঁকাকে স্বীকৃতি দেওয়া হয়। আর শনিবার উপহার হাতে পাই। মৌলিকা জানায় ৩.৫ সেন্টিমিটার লম্বা এবং ৩.৮ সেন্টিমিটার চওড়া এক একটি ছবি আঁকতে সময় লেগেছে এক থেকে দেড় মিনিট। অন্যদিকে এদিন মৌলিকাকে শুভেচ্ছা জানান আমতার বিধায়ক সুকান্ত পাল।