উলুবেড়িয়া পুরসভার ডাম্পিং গ্রাউন্ড থেকে ১৭টি ভ্রুণ উদ্ধার

Spread the love

নিজস্ব প্রতিনিধি, হাওড়া নিউজ ২৪,উলুবেড়িয়া- পুরসভার ডাম্পিং গ্রাউন্ড থেকে ১৭টি ভ্রুণ উদ্ধার হওয়ার ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়াল উলুবেড়িয়া পুরসভার ৩১ নং ওয়ার্ডের বানীতবলায়। জানা গেছে প্রতিদিনের মত মঙ্গলবার সকালে স্থানীয় শিশুরা ডাম্পিং গ্রাউন্ডের ভিতরে আবর্জনার স্তুপ থেকে থেকে বোতল কুড়ানোর সময় প্যাকেটে মোড়া ভ্রুণ পড়ে থাকতে দেখে। পরে খবর পেয়ে উলুবেড়িয়া থানার পুলিস ও উলুবেড়িয়া পুরসভার কর্তারা ঘটনাস্থলে পৌছে ভ্রণগুলি উদ্ধার করে নিয়ে যায়। এদিকে ভ্রুন উদ্ধারের ঘটনায় পুরসভা এলাকায় থাকা বেসরকারি নার্সিং হোমগুলির বিরুদ্ধেই অভিযোগের আঙুল তুলেছে এলাকার বাসিন্দারা। যদিও উলুবেড়িয়া পুরসভার দাবি ইতিমধ্যে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত রির্পোট হাতে পাওয়ার পরেই এই ব্যাপারে কড়া ব্যবস্থা নেওয়া হবে।

১৬ নং জাতীয় সড়কের পাশেই ৩১ নং ওয়ার্ডে উলুবেড়িয়া পুরসভার ডাম্পিং গ্রাউন্ড। পুরসভার ৩২টি ওয়ার্ডের নোংরা আর্বজনা ফেলার পাশাপাশি বিভিন্ন নার্সিং হোমের নোংরা বর্জ্য জমা করা হয় এই ডাম্পিং গ্রাউন্ডে। অভিযোগ মঙ্গলবার এই ডাম্পিং গ্রাউন্ডের নোংরা আবর্জনার ভিতর থেকেই ভ্রুণগুলি উদ্ধার করে পুলিস। এদিকে এই ঘটনার পরেই ক্ষোভে ফেটে পড়ে স্থানীয় বাসিন্দারা। তাদের অভিযোগ ডাম্পিং গ্রাউন্ডের একশ্রেনীর কর্মীর যোগসাজসে এইসব ভ্রুণ এখানে ফেলে দেওয়া হচ্ছে। এর আগেও এইরকম ঘটনা ঘটেছে বলে দাবি করেন স্থানীয় বাসিন্দারা। এই ব্যাপারে উলুবেড়িয়া পুরসভার ভাইস চেয়ারম্যান ইনামুর রহমান জানান আগামী সোমবার নার্সিং হোম কর্তৃপক্ষদের নিয়ে বৈঠক করা হবে পাশাপাশি একটি তদন্ত কমিটিও গঠন করা হয়েছে। রির্পোট হাতে পাওয়ার পরেই অভিযুক্তদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে বলে জানান ইনামুর রহমান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *