জয়পুরে স্বাধীনতা দিবসে অভিনব পদযাত্রা
নিজস্ব প্রতিনিধি, হাওড়া নিউজ ২৪, আমতা- স্বাধীনতার ৭৫ বছর উপলক্ষে অমৃত মহোৎসব ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার। এই ৭৫ বছরে বিশ্বের দরবারে অনেক গুরুত্ব বেড়েছে ভারতবর্ষের। এই বার্তা দিতেই স্বাধীনতার ৭৫ বছর উপলক্ষে দেশের সমস্ত প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি এবং রাজ্যের সমস্ত মুখ্যমন্ত্রীদের সহ স্বাধীনতা সংগ্রামীদের ৭৫ জনের মুখোশ পরে পদযাত্রা হল আমতা ২ নং ব্লকের জয়পুরে। জয়পুরের অমরাগড়ির সাহায্যের হাত বাড়িয়ে দাও, মানুষের পাশে দাঁড়াও নামক এক স্বেচ্ছাসেবী সংগঠন এই ধরনের পদযাত্রার আয়োজন করেছিল।
এদিনের এই পদযাত্রায় প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী রাষ্ট্রপতি বিপ্লবী সহ ৭৫ জনের মুখোশ পরে যুবক-যুবতী, স্কুল পড়ুয়ারা রটাস্তায় হাঁটে। সাধারণ মানুষ ও পদযাত্রায়অংশ নেয়। জয়পুর ফকিরদাস ইনস্টিটিউশন থেকে পদযাত্রা শুরু হয়ে জয়পুর হাসপাতাল পর্যন্ত যায়। পদযাত্রায় ভারত আবার জগত সবাই শ্রেষ্ঠ আসন লবে লেখা প্ল্যাকাড ছাড়াও ভারতবর্ষের একটি মানচিত্র এবং অশোকস্তম্ভের একটি কাট আউট ছিল। সংস্থার তরফে সৌরভ মন্ডল বলেন বিশ্বের দরবারে আমাদের ভারতবর্ষের মাথা অনেক উন্নত হয়েছে। আমরা একসঙ্গে এগিয়ে চললে ভারত সত্যিই আবার জগত সভায় শ্রেষ্ঠ আসন লবে।