উলুবেড়িয়া নোনা অ্যাথালেটিক ক্লাবের উদ্যোগে আঁকা প্রতিযোগিতা

Spread the love

নিজস্ব প্রতিনিধি, হাওড়া নিউজ ২৪, উলুবেড়িয়া- রবিবার সকাল থেকেই আকাশ কালো মেঘে ঢেকেছিল। পাশাপাশি মাঝে মধ্যেই ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছিল। আর এর মাঝেই কয়েকশো ক্ষুদে মন দিয়ে এঁকে চলেছে স্বাধীনতা দিবসের নানা ছবি। সোমবার দেশের ৭৫ তম স্বাধীনতা দিবস। আর স্বাধীনতা দিবসের আগে রবিবার দুপুরে উলুবেড়িয়া শ্রী শ্রী আনন্দময়ী কালীবাড়ি প্রাঙ্গনে উলুবেড়িয়া নোনা অ্যাথালেটিক ক্লাবের উদ্যোগে বসে আঁকো প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল।

এদিনের এই প্রতিযোগিতায় বিভিন্ন এলাকার বিভিন্ন বয়সের প্রায় ৬০০ প্রতিযোগী অংশ নিয়েছিল। এদিন প্রতিযোগীদের উৎসাহ দিতে উপস্থিত ছিলেন উলুবেড়িয়া পুরসভার চেয়ারম্যান অভয় দাস, ক্লাবের কার্যকরী সভাপতি গৌতম বোস সহ অন্যানরা। এদিন গৌতম বোস বলেন আমরা এই ধরনের আঁকা প্রতিযোগিতার আয়োজন করে থাকি। যদিও এই বছর স্বাধীনতার ৭৫ বর্ষ পূর্তি হওয়ায় অন্যবারের তুলনায় উন্মদনা একটু বেশী ছিল। তবে শুধু আঁকা প্রতিযোগিতা নয় স্বাধীনতা দিবসের দিন ভোরে আমরা দৌড় প্রতিযোগিতার ও আয়োজন করেছি বলে জানান গৌতম বোস। এদিন প্রতিযোগিতার শেষে প্রত্যেক প্রতিযোগীর হাতে উপহার তুলে দেওয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *