উলুবেড়িয়ায় তৃণমূলের অভিনব প্রতিবাদ মিছিল
নিজস্ব প্রতিনিধি, হাওড়া নিউজ ২৪, উলুবেড়িয়া- নির্বাচনে পরাজয় মেনে নেওয়ার ক্ষমতা বিজেপির নেই। আর সেই কারণে রাজনৈতিক স্বার্থে বারবার সিবিআই ইডি কে ব্যবহার করা হচ্ছে। তবে এতে কোন লাভ নেই কারণ রাজ্যের ১০ কোটি মানুষ মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়কে বিশ্বাস করেন। তাদের বিশ্বাস মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের হাতে বাংলা সুরক্ষিত। শনিবার উলুবেড়িয়ায় এই কথা বলেন রাজ্যের পূর্ত ও জনস্বাস্থ্য ও কারিগরি দপ্তরের মন্ত্রী পুলক রায়। রাজনৈতিক স্বার্থে বারবার সিবিআই ইডিকে ব্যবহার করে কেন্দ্রীয় সরকার ঘৃন্য রাজনীতি করছে এই অভিযোগে ইডিকে তোতা পাখি সাজিয়ে শনিবার উলুবেড়িয়া শহরে প্রতিবাদ মিছিল করল উলুবেড়িয়া পূর্ব তৃণমূল কংগ্রেস। এদিন উলুবেড়িয়া পুরসভার সামনে থেকে প্রতিবাদ মিছিল শুরু হয়ে উলুবেড়িয়া মহকুমা শাসকের দপ্তরের সামনে মিছিল শেষ হয়।
এদিনের মিছিলে পা মিলিয়ে মন্ত্রী পুলক রায় বলেন বিজেপি যতই পঞ্চায়েত নির্বাচনে জয়ের দিবা স্বপ্ন দেখলেও আগামী পঞ্চায়েত নির্বাচনে রাজ্যের ৩ হাজার ৩৩৯ টি গ্রাম পঞ্চায়েত, ৩৪৫ টি পঞ্চায়েত সমিতি এবং ২২ টি জেলা পরিষদ তৃণমূল কংগ্রেস দখল করবে। এদিনের এই প্রতিবাদ মিছিলে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উলুবেড়িয়া পূর্ব কেন্দ্রের বিধায়ক বিদেশ বসু, উলুবেড়িয়া পুরসভার চেয়ারম্যান অভয় দাস, ভাইস চেয়ারম্যান ইনামুর রহমান সহ অন্যানরা।