হাওড়া গ্রামীণ জেলায় সরকারি আইন কলেজ প্রতিষ্ঠার দাবি তুলল এসআইও
নিজস্ব প্রতিনিধি, হাওড়া নিউজ ২৪, উলুবেড়িয়া- হাওড়া গ্রামীণ জেলায় সরকারি আইন কলেজ প্রতিষ্ঠার পাশাপাশি ৩ বছরের কোর্স চালু করার পাশাপাশি একাধিক দাবি তুলল এসআইও। শনিবার উলুবেড়িয়া প্রেস ক্লাবে এক সাংবাদিক সম্মেলনে এই দাবি করেন এসআইও এর রাজ্য সভাপতি সাবির আহমেদ। এদিন সংগঠনের পক্ষ থেকে গ্রামীণ হাওড়া জেলায় গার্লস কলেজ প্রতিষ্ঠা, স্কুলছুট নিয়ন্ত্রনে বিশেষ পদক্ষেপ, হাওড়া জেলায় বন্ধ হয়ে যাওয়া ২৫টি স্কুলে নতুন পরিকাঠামো তৈরী করে পড়াশুনা শুরু করা এবং লকডাউনের পর স্কুলছুটের সংখ্যার রিপোর্ট পেশের দাবি জানানো হয়। এদিনের এই সাংবাদিক সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের হাওড়া জেলা সভাপতি জিয়াউল হুদা সহ অন্যনরা।