শ্যামপুরের পূর্ব বাসুদেবপুরে নতুন করে নদী বাঁধে ভাঙন
নিজস্ব প্রতিনিধি, হাওড়া নিউজ ২৪, শ্যামপুর- বছর দেড়েক আগে হুগলী নদীর পশ্চিম পাড়ে শ্যামপুরের বেলাড়ি গ্রাম পঞ্চায়েতের পূর্ব বাসুদেবপুরে প্রায় ১৪০ মিটার নদী বাঁধ নদী গর্ভে বিলীন হয়ে গিযেছিল। ভাঙন রোধে সেচ দপ্তর যুদ্ধকালীন পরিস্থিতিতে এলাকায় বালির বস্তা ও ভাঙা ইঁটের টুকরো ফেলে বাঁধ মেরামেতর কাজ শুরু করেছিল। যদিও সেই কাজ চলাকালীন শুক্রবার সকালে পুনরায় ভাঙন এলাকায় নতুন করে প্রায় ৩০ মিটার বাঁধ নদী গর্ভে বিলীন হয়ে যায়। এদিকে নতুন করে এলাকায় ভাঙন দেখা দেওয়ায় আতঙ্ক ছড়িয়েছে গোটা এলাকায়। যদিও ইতিমধ্যে ভাঙন রোধে কাজ শুরু করেছে সেচ দপ্তর।
গত বছরের এপ্রিল মাসে পূর্ব বাসুদেবপুরে প্রায় ১৪০ মিটার নদী বাঁধ নদী গর্ভে বিলীন হয়ে যায়। সেইসময় সেচ দপ্তর বালির বস্তা ভাঙা ইঁটের টুকরো ফেলার পাশাপাশি গ্রামের দিকে নতুন করে আরোও একটি বাঁধ নির্মান করা শুরু করে। আর তার মাঝে শুক্রবার নতুন করে ভাঙন দেখা দেওয়ায় চিন্তার ভাঁজ পড়েছে গ্রামবাসীদের কপালে। যদিও সেচ দপ্তরের কর্তাদের বক্তব্য দীর্ঘদিন হুগলী নদী ড্রেজিং না হওয়ায় হুগলী নদীর নাব্যতা কমছে। ফলে জাহাজ উলুবেড়িয়ার পাড় ঘেঁষে যাচ্ছে। আর এই কারণে নদী বাঁধে ভাঙন দেখা দিচ্ছে। তাদের মতে যদি নদী ড্রেজিং না করা হয় তাহলে নদী ভাঙন রোখা কার্যত অসম্ভব।