জাতীয় সড়কে তোলাবাজির অভিযোগ, গ্রেপ্তার ২

Spread the love

নিজস্ব প্রতিনিধি, হাওড়া নিউজ ২৪, বাগনান- রাতের অন্ধকারে জাতীয় সড়কে গাড়ি থামিয়ে তোলাবাজির অভিযোগ উঠল দুই যুবকের বিরুদ্ধে। এমনকি অভিযুক্তদের মারে গাড়ি চালকের মৃত্যুর অভিযোগ ও উঠল। ঘটনাটি ঘটেছে শুক্রবার রাতে ১৬ নং জাতীয় সড়কে বাগনান থানার বরুন্দায়। মৃত গাড়ি চালকের নাম সুজয় দাস (৩৫) বাড়ি হুগলীর তারকেশ্বরে। ঘটনায় বাগনান থানার পুলিশ কুশল মনি (২৩) এবং রাকেশ দোলুই (২৩) নামে দুই যুবককে গ্রেপ্তার করেছে। ধৃতদের শনিবার উলুবেড়িয়া আদালতে তোলা হলে বিচারক তাদের ১ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন।

জানা গেছে শুক্রবার রাতে হুগলীর তারকেশ্বর থেকে ৭ জনের একটি দল একটি পিকআপ ভ্যান ভাড়া করে দীঘার উদ্দ্যেশে রওনা দেয়। রাত দেড়টা নাগাদ গাড়িটি বাগনানের বরুন্দার কাছে আসলে বাইক আরোহী দুই যুবক গাড়িটিকে আটকায়। অভিযোগ দুই যুবক গাড়ির চালকের কাছে গাড়ির কাগজপত্র দেখতে চাওয়ার পাশাপাশি ৫ হাজার টাকা দাবি করে। অভিযোগ চালক ১ হাজার টাকা দেওয়ার কথা বললে অভিযুক্ত দুই যুবক গাড়ি চালককে গাড়ি থেকে নামিয়ে ব্যাপক মারধর করে। এমনকি গাড়িতে থাকা অন্য যুবকেরা তাকে বাঁচাতে এলে তাদের ও মারধর করার অভিযোগ ওঠে দুই যুবকের বিরুদ্ধে। এদিকে এই ঘটনা চলাকালীন এক যুবক স্থানীয় পেট্রল পাম্প থেকে পুলিশকে ফোন করলে বাগনান থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুই যুবককে গ্রেপ্তার করে এবং বাইকটি বাজেয়াপ্ত করে। অন্যদিকে এই ঘটনার পর আহতদের বাগনান গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চালক সুজয় দাসের অবস্থার অবনতি হলে তাকে প্রথমে উলুবেড়িয়া মহকুমা হাসপাতালে এবং পরে তাকে কলকাতায় স্থানানতরিত করা হলে সেখানেই তার মৃত্যু হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *