উদয়নারায়নপুরে বিশ্ব ব্যাঙ্কের প্রতিনিধি দল
নিজস্ব প্রতিনিধি, হাওড়া নিউজ ২৪, উদয়নারায়নপুর- রাজ্যের দুই বর্ধমান, বাঁকুড়া, হাওড়া ও হুগলি জেলার বন্যা নিয়ন্ত্রণে ওয়েস্ট বেঙ্গল মেজর ইরিগেশন এন্ড ফ্লাড ম্যানেজমেন্ট প্রকল্পের কাজ চলছে। বুধবার সেই কাজের অগ্রগতি দেখতে বিশ্ব ব্যাঙ্কের ৫ সদস্যের এক প্রতিনিধি দল উদয়নারায়নপুরে এল।এদিন প্রতিনিধি দলে নেতৃত্ব দেন বিশ্ব ব্যাঙ্কের টিম লিডার মিঃ ইউপ। এদিন প্রতিনিধি দলের সঙ্গে ছিলেন সেচ দপ্তরের সুপারিনটেনডেন্ট ইঞ্জিনিয়ার গৌতম দত্ত, চিফ ইঞ্জিনিয়ার দেবাশীষ সেনগুপ্ত এবং হাওড়া ডিভিশনের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার রঘুনাথ চক্রবর্তী সহ অন্যান্যরা। এদিন বিশ্ব ব্যাঙ্কের প্রতিনিধি ি দলের সদস্যরা কাজের অগ্রগতি খতিয়ে দেখেন পাশাপাশি সেচ দপ্তরের আধিকারিকদের সঙ্গে কথা বলেন।
রঘুনাথ চক্রবর্তী জানান ১ লা আগস্ট থেকে ৫ আগষ্ট পর্যন্ত ওয়ার্ল্ড ব্যাঙ্ক মিশন চলছে। সেই উপলক্ষে বিশ্ব ব্যাঙ্কের প্রতিনিধি দল রাজ্যে এসেছে। মঙ্গলবার তারা বর্ধমান ও বাঁকুড়া জেলার কাজ পরিদর্শন করার পর বুধবার হাওড়া ও হুগলীর কাজ পরিদর্শন করেছেন। রঘুনাথ চক্রবর্তী জানান প্রথম পর্যায়ের কাজের অগ্রগতি দেখে সন্তোষ প্রকাশ করেছেন বিশ্ব ব্যাঙ্কের প্রতিনিধি দলের সদস্যরা।